ঢালিউডের দাপুটে অভিনয়শিল্পী শাবনূর এর ঢাকায় আসার খবরে চাউর হতে থাকে একের পর এক নতুন ছবিতে অভিনয়ের খবর। এর মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি ছবির পোস্টারও প্রকাশিত হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তরা তাঁদের মতামত ব্যক্ত করেন। কেউ কেউ আবার ট্রলও করেছেন। শাবনূরকে ট্রল করার বিষয়টি মানতে পারেননি তাঁর ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও।
তিনি ফেসবুকে লিখেছেন, গত কয়েক দিনে একটি পোস্টারকে (‘রঙ্গনা’ সিনেমার পোস্টার) কেন্দ্র করে সবার প্রিয় অভিনেত্রী শাবনূরকে যেভাবে ট্রল করা হয়েছে, তা মনে হয় শাবনূরের এত বছরের অভিনয়জীবনে কোনো দিন করা হয়নি। একজন শাবনূর–ভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর। খোদ শাবনূর–ভক্তরা বয়কটের ডাক দিয়েছেন।
ঢালিউডের একসময়ের প্রভাবশালী চলচ্চিত্র নায়িকা শাবনূর দীর্ঘ তিন বছর পর বাংলাদেশে ফিরেছেন। দুটি নতুন ছবিতে যুক্ত হওয়ার খবর এসেছে। এরই মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি ছবির পোস্টারও প্রকাশিত হয়েছে। তাতে মন ভরেনি শাবনূর–ভক্তদের—এমন দাবি করা অনেকের। এমন শাবনূরকে পর্দায় দেখতে চান না বলেও মত দিয়েছেন তাঁরা। ‘রঙ্গনা’ ছবিটি পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন আরাফাত।