জনগণ নির্বাচন বর্জন করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে রিজভী এসব কথা বলেন। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার থেকে বিএনপি দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করছে। আজ এই কর্মসূচির শেষ দিন। কর্মসূচির অংশ হিসেবে দলটি প্রচারপত্র বিতরণ করছে। আজ গুলশান এলাকায় রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এই দুঃশাসন আর মানবে না। সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *