আইসিসির নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কা থেকে সরে এবারের যুব বিশ্বকাপ হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। কাকতালীয়ভাবে দক্ষিণ আফ্রিকায় ২০২০ যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেবারের স্মৃতি এবার ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের যুবারা। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ।
নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, তাঁদের চাওয়া এই দলটা ২০২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি যেন ফিরিয়ে আনতে পারে। তিনি বলেছেন, ‘আমরা ২০২০ এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২২ এ সেটা ধরে রাখতে পারিনি। সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো বলে-কয়ে হওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য সবসময়ই থাকে চ্যাম্পিয়ন হওয়া, অনূর্ধ্ব-১৯ লেভেলে বিশেষ করে। আমাদেরকে অন্য দলও বড় দল হিসেবে চিন্তা করে। আমরাও চিন্তা করছি ট্রফিটা আবার ফিরিয়ে আনার।
শেষ মুহূর্তে শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরে গেলেও স্কোয়াডের ভাবনায় খুব বেশি পরিবর্তন আনেননি বলে জানিয়েছেন হান্নান,’আমরা শ্রীলঙ্কা ধরেই এগোচ্ছিলাম। শেষ মুহূর্তে তেমন কোন পরিবর্তন করিনি। আমাদের দলে অনেক অলরাউন্ডার আছে। আমাদের অধিনায়ক, সঙ্গে জীবন (শেখ পারভেজ) ভালো অলরাউন্ডার। আরিফুল ভালো বোলিং করে। আমাদের পেস বোলিং অলরাউন্ডারও আছে, রিজওয়ান।
সবকিছু মিলিয়ে আমাদের অলরাউন্ডারের সংখ্যাটা বেশ ভালো।’ এশিয়া কাপ জয়ের সাফল্য পাশে সরিয়ে এখন শিষ্যদের বিশ্বকাপে চোখ রাখতে বলছেন যুবাদের কোচ স্টুয়ার্ট ল,’আমি এশিয়া কাপ জেতার পর ওদের বলেছি ভালো মতো উদযাপন করতে। কারণ এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। তবে ওরা যখন দেশে ফিরবে, তখন আবার এটা অতীত হয়ে যাবে। আমাদের এখন যা হয়ে গেছে তা নিয়ে ভাবা যাবে না। ভাবতে হবে যা সামনে আছে। আমরা যে প্রক্রিয়ায় কাজ করে ভালো করেছি, সেদিকে আবার মনোযোগ দিতে হবে।
যদি তা করি তাহলে আমরা ভালো খেলব।’ কোচের মতো একই ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, ‘আশা তো অবশ্যই বেড়ে গিয়েছে (এশিয়া কাপ জেতার পর)। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। মানসিকভাবে আমাদের এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আমরা যদি ওই জিনিসটাকে (যুব এশিয়া জেতা) ধরে রাখি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আমাদের এখন বিশ্বকাপ নিয়ে ভাবা উচিত।’