নিউজিল্যান্ড কে তাদের ঘরের মাঠে সিরিজে হারানো যায়নি। কিউইদের বিপক্ষে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তাতে সিরিজটি শেষ হয়েছে ১-১ সমতায় । বাংলাদেশের জন্য এটাও অবশ্য নতুন ঘটনা। তাসমান পাড়ের দেশটায় যেকোনো সংস্করণের খেলায় এবারই প্রথম কোনো সিরিজ ড্র করল বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচটা জেতায় খরা কাটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে জয়ের।
সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজটাকে কীভাবে মূল্যায়ন করছেন? আজ মাউন্ট মঙ্গানুইতে ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এ প্রশ্ন করা হয়। তাঁর উত্তরটা ছিল এমন, ‘আমরা এখানে আগে কী করেছি, তা নিয়ে আমরা সিরিজের শুরুতে কথা বলেছি।
আমরা আগের চেয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই সফরকে খুবই সফল বলব।’