ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার উপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীন জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজিন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। ঘোষণা ছিল, নতুন বছরের শুরুতেই আসতে চলেছে সিরিজটির তৃতীয় সিজন।
১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এর তৃতীয় সিজনের। তবে ভক্তদের হতাশ করে সেই মুক্তি পিছিয়ে গেল।
একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, সিরিজটির তৃতীয় সিজনের প্রচারে আরেকটু সময় নিতে চান নির্মাতারা। সঠিকভাবে প্রচার না করে তারা ‘ফুলেরা’ গ্রামের নতুন কাহিনী প্রকাশ্যে আনতে চান না।
আর এর জন্য ঠিকঠাক প্ল্যানিং প্রয়োজন। সেই প্ল্যানিং করার জন্য চাই সময়। ফলে সঠিক সময় বুঝেই ‘পঞ্চায়েত সিজন ৩’ প্রকাশ করা হবে।
এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ‘পঞ্চায়েত’ সিরিজের নির্মাতা এবং আমাজন প্রাইমের পক্ষ থেকে।
কবে প্রকাশ করা হবে তৃতীয় সিজন, সেই বিষয়ে নতুন কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটি। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে। দ্বিতীয় সিজনটিও দুর্দান্ত সাড়া পায় দর্শকদের কাছ থেকে। গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ইনঅগরাল শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় সিরিজটি।
এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। পঞ্চায়েত সচিবের চরিত্রে তাঁর অভিনয় সর্বাধিক প্রশংসা পায়। আরো রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায় ও সানভিকা।