সাক্ষী হলেন মেসি ১৭ বছর পর

কাতারে বিশ্বকাপ জিতে ২০২২ সালের ডিসেম্বর অনন্য এক উচ্চতায় ওঠেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের আনন্দময় স্মৃতি নিয়ে তিনি শুরু করেন ২০২৩ সাল। যদিও বছরটার মেসির জন্য খানিকটা উত্থান–পতনেরই ছিল। বিশেষ করে পিএসজিতে শেষ ছয় মাস মোটেই ভালো ছিলেন না মেসি। দর্শকদের দুয়োও শুনতে হয় এই আর্জেন্টাইন মহাতারকাকে। শেষ পর্যন্ত মৌসুম শেষে পিএসজি ছেড়ে মেসি চলে যান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মায়ামিতে অবশ্য শুরুটা দারুণভাবেই করেন মেসি। দলটিকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম শিরোপাও। এমএলএস মৌসুমের শেষ ভাগে অবশ্য চোটের জন্য খুব বেশি খেলতে পারেননি মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *