ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর গত নভেম্বরেই সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়। এরপর টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক করা হয় শাহীন শাহ আফ্রিদিকে। আর টেস্টে শান মাসুদকে। তবে শাহীনের পরিবর্তে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদি।
রিজওয়ানের প্রশংসা করে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভিকে আফ্রিদি বলেছেন,’তাঁর কঠোর পরিশ্রম ও সুদূরপ্রসারী লক্ষ্যের কারণে প্রশংসা করতে হয়। সে উঁচু মানের। যেটা আমি খুব পছন্দ করি। কে কি করছে সেদিকে তাঁর নজর নেই, শুধু নিজের দিকেই খেয়াল রাখে।
সে একজন যোদ্ধা।’ শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত ভুল হয়েছে মনে করেন আফ্রিদি,’আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভুলবশত শাহীনকে অধিনায়ক করা হয়েছে।’ পাকিস্তান দল এখন আছে অস্ট্রেলিয়ায়। সেখানে খেলছে টেস্ট সিরিজ। শান মাসুদের নেতৃত্বে ইতিমধ্যে শুরুর দুই টেস্ট হেরেছে পাকিস্তান। সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট।