আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপ। এই আসর সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য যুব এশিয়া কাপ জেতা দলের ওপরই ভরসা রাখা হয়েছে। ১৫ সদস্যের দলে তাই কোনো পরিবর্তন নেই। স্ট্যান্ডবাই হিসেবে আরও পাঁচজনকে স্কোয়াডে রাখা হয়েছে। এশিয়া কাপের সাফল্য বিবেচনার বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্বে থাকছেন মাহফুজুর রহমান রাব্বি। আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্য রওনা দেবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, ২০ জানুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। যুব বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, মোহাম্মদ রোহানাত দৌল্লাহ, মোহাম্মদ ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা। স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ ও একান্ত শেখ।