আফগানিস্তানকে আজ হারালেই পাকিস্তানের যে রেকর্ড ভাঙবে ভারত

আফগানিস্তানের বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টিতে ভারতের পাওয়ার কী আছে? এক অর্থে দেখলে এটি ভারতের জন্য একটি ‘মরা’ ম্যাচ। টি-টোয়েন্টিতে তো আর প্রতি ম্যাচে ওয়ানডে লিগ কিংবা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আলাদা পয়েন্ট নেই।

তবে এরপরও এই ম্যাচ থেকে ভারত দুটো জিনিস পেতে পারে। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। অর্থাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ ভারতের। আর এই ম্যাচে টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের সিরিজে জিতলেই পাকিস্তানের একটি রেকর্ড ভাঙবে ভারত।
তিন বা এর বেশি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ও পাকিস্তান—দুই দলই আটবার প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলে ভারত নবমবার তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার রেকর্ড গড়বে। অর্থাৎ, পাকিস্তানকে ছাড়িয়ে যাবে।

ভারত এর আগে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, শ্রীলঙ্কাকে দুবার, নিউজিল্যান্ডকে দুবার আর অস্ট্রেলিয়াকে একবার ধবলধোলাই করেছে। পাকিস্তানও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে তিনবার। এ ছাড়া পাকিস্তান শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ জিতেছে।

এই ম্যাচ ভারতের অধিনায়ক রোহিত শর্মার জন্যও পরীক্ষার। এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। এই ম্যাচে তাই নিঃসন্দেহে বড় ইনিংসে চোখ করবেন রোহিত।
এ দিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে তিনি করেছেন ১৬ বলে ২৯ রান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ভারত ৬ উইকেটের জয় পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *