গত বছরের ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসিই কি হতে যাচ্ছেন ২০২৩ সালের ফিফা দ্য বেস্ট-এর বর্ষসেরা পুরুষ খেলোয়াড়? নাকি আর্লিং হলান্ড কিংবা কিলিয়ান এমবাপ্পের মধ্যে কেউ করবেন বাজিমাত! উত্তরটা পাওয়া যাবে আজ রাতে। সেই উত্তরের অপেক্ষায় থাকার আগে চলুন দেখে নেওয়া যাক কখন, কোথায় ঘোষণা করা হবে এবারের ফিফা দ্য বেস্ট। কারা, কীভাবে ভোট দিয়ে সেরাদের বেছে নিলেন, সেরার তালিকায় কারা আছেন, জেনে নেওয়া যাক সেসবও।
কখন ও কোথায়
দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের এবারের আসর লন্ডনে, আজ রাতে স্থানীয় সময় ৭-৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১-৩০ মিনিটে।
কীভাবে দেখা যাবে
ফিফা+ ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে পুরো অনুষ্ঠান। দেখা যাবে ফিফার অফিশিয়াল অ্যাপেও।
পুরস্কারের জন্য বিবেচিত সময়
ফিফা বর্ষসেরা নারী খেলোয়াড়, নারী দলের কোচ ও সেরা নারী গোলকিপার পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে ১ আগস্ট ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত পারফরম্যান্স ও অর্জন। পুরুষদের পুরস্কারের (বর্ষসেরা খেলোয়াড়, সেরা কোচ, সেরা গোলকিপার) জন্য বিবেচনা করা হয়েছে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়কাল।
কীভাবে হয়েছে সংক্ষিপ্ত তালিকা
ফিফার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে একটি প্রাথমিক তালিকা করেন ফিফার প্রতিনিধিরা। সেখান থেকে ফিফার বিশেষজ্ঞ প্যানেলের বিচারকেরা একটি সংক্ষিপ্ত তালিকা করেন। পুরুষ ও নারীদের জন্য দুটি আলাদা বিশেষজ্ঞ প্যানেল কাজ করেছে। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন স্বনামধন্য সাবেক খেলোয়াড় ও কোচেরা।