নির্বাচক–ক্যারিয়ারের কি দিগন্ত দেখতে পাচ্ছেন মিনহাজুল আবেদীন? হয়তো, হয়তো নয়। বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভার সম্ভাব্য সময় আগামী সপ্তাহ। সে সভাতেই ঠিক হতে পারে মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির ভবিষ্যৎ।
অবশ্য এমনও শোনা যাচ্ছে, গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া এই নির্বাচক কমিটির সাথে আরও ছয় মাস মেয়াদ বাড়তে পারে ।সেটা হোক বা না হোক, ২০১৩ সাল থেকে বিসিবির নির্বাচক কমিটিতে এবং ২০১৫ সাল থেকে নয় বছরের বেশি সময় ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুলের মনে একটা বড় কষ্ট থেকে যাবে।
টেস্ট ক্রিকেটে সাফল্য দেখা, ওয়ানডেতে জাতীয় দলের ধারাবাহিকভাবে ভালো খেলা, টি–টোয়েন্টিতে যুগ পরিবর্তনের হাওয়া, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে কিছু ইতিবাচক পরিবর্তন এবং জাতীয় দলের পেস ইউনিটের সমৃদ্ধ হয়ে ওঠা—প্রধান নির্বাচক মিনহাজুল এসবকেই দেখেন তাঁর সময়ের ইতিবাচক সূচক হিসেবে।
একই সঙ্গে মিনহাজুলের হতাশা আছে ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে সেবার বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বাংলাদেশ। এর আগে ওমানে প্রথম পর্বেও হেরেছে স্কটল্যান্ডের সঙ্গে। সাক্ষাৎকারে মিনহাজুল বলেছেন, বিসিবির নির্বাচক ও প্রধান নির্বাচক হিসেবে গত ১২ বছরে তাঁর সবচেয়ে খারাপ গেছে ওই সময়টা।